৪ কাপড়ের দোকানে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

৪ কাপড়ের দোকানে ডাকাতি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

৪ কাপড়ের দোকানে ডাকাতি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ৪টি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। ৪টি দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- শহিদুল ইসলাম, মাজেদুল ইসলাম, মজিবর রহমান ও রাশিদুল ইসলাম।

ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ২টার দিকে ট্রাক নিয়ে নলডাঙ্গা বাজারে আসে একদল ডাকাত। তারা বাজারের ৪ জন নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ৪টি কাপড়ের দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ সব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ওসি হুমায়ুন কবির জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের যাতে চেনা না যায় সেজন্য ডাকাতরা দোকানগুলোর সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আমরা অন্যান্য দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করছি। এছাড়া ডাকাতদের ধরতে সহযোগিতার জন্য পাশের জেলার থানাগুলোকেও বলা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।