কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিহত আসলাম খাঁনের স্বজনদের আহাজারি/ছবি: বার্তা২৪.কম

হাসপাতালে নিহত আসলাম খাঁনের স্বজনদের আহাজারি/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কেরানীগঞ্জে মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মোটরসাইকেল আরোহী আসলাম খাঁন (৫০)। তিনি কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়নের বেল্লা গ্রামের মৃত রোস্তম খাঁনের ছেলে।

নিহতের বন্ধু বোরহান বলেন, বুধবার (২২ জানুয়ারি) আসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। সেজন্য মুরগি কিনে বাড়ি ফিরছিলো সে। পথিমধ্যে কদমতলী এলাকায় পৌঁছালে মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় সাতজন গুরুতর আহত হয়।

আশেপাশের লোকজন তাদের সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেলের জুনিয়র অ্যাডমিন অফিসার কৃষ্ণ বার্তা২৪.কমকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিহত একজনের নাম আসলাম খাঁন। বাকিদের স্বজন এখনও হাসপাতালে না আসায় তাদের পরিচয় পাওয়া যায়নি।