গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের তীব্রতা
গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ও হিমেল হাওয়ায় আবারও বাড়ছে শীতের তীব্রতা।
রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা গাইবান্ধা জেলা। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে আবারও শীত শুরু হওয়ায় জেলার মানুষ চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে ছিন্নমূল মানুষসহ চরাঞ্চলের মানুষ রয়েছেন বেশি দুর্ভোগে।
সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের বাসিন্দা আব্দুল মতিন মিয়া বার্তা২৪.কম-কে জানান, গত কয়েকদিন আকাশে সূর্য থাকা শীতের কবল থেকে রেহাই পেয়েছিলাম। আজ রোববার সকাল থেকে বৃষ্টি পড়ার কারণে আবারও শীত জেঁকে বসেছে।
গাইবান্ধা শহরের রিকশা চালক খবির উদ্দিন বার্তা২৪.কম-কে জানান, রোববার দিনভর বৃষ্টিপাতের কারণে শহরে যাত্রীর সংখ্যা ছিলো কম। তাই শীতে জবুথবু হয়ে অলস সময় পার করছি।