নাটোরে আ.লীগের দুপক্ষের একই স্থানে সভা, ১৪৪ ধারা

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

বড়াইগ্রাম উপজেলার জোনাইল পাগলা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি

বড়াইগ্রাম উপজেলার জোনাইল পাগলা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে সভা আহ্বান করায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল পাগলা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এসময় ওই এলাকায় সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকরা বৃহস্পতিবার দুপুরে জোনাইল পাগলা বাজার এলাকায় একটি সমাবেশের আয়োজন করে। একই সময় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিক পাটোয়ারির সমর্থকরাও সভার প্রস্তুতি নিয়ে মাইকিং করে। দু’পক্ষের পাল্টা পাল্টি সভাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ওই এলাকায় সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞাপন

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, পরিস্থিতি অনুকূলে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।