নাটোরে ঘরে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়/ছবি: বার্তা২৪.কম

বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়/ছবি: বার্তা২৪.কম

নাটোরের গুরুদাসপুরে ঘরে ঢুকে মনোয়ারা বেগম (৫২) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার পারগুরুদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মনোয়ারা বেগম স্থানীয় হাতেম আলীর স্ত্রী। হাতেম আলী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে মনোয়ারা বেগমের স্বামী হাতেম আলী ফজরের নামজ পড়তে মসজিদে যান। এসময় ঘরে তিনি একাই ছিলেন। দুর্বৃত্তরা সেই সুযোগে ঘরে ঢুকে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।