দিনাজপুরে ৫ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়/ছবি: বার্তা২৪.কম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ অবৈধ ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলমের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালতটি পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় দিনাজপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম বলেন, ইটভাটার কোনো অনুমোদন ও ছাড়পত্র না থাকায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের আরএএসবির মালিক রেজওয়ানুল ইসলাম রিজু, মা ব্রিকসের মালিক সমশের আলী, বিটিবি ব্রিকসের মালিক মো. রশিদুল আলম, এসআরবিবি ব্রিকসের মালিক রমজান আলী, এমআরবি ব্রিকসের মালিক আকতার আলীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।