‘দেশ স্বাধীনে নিজের জীবন নিয়ে চিন্তা করেননি বঙ্গবন্ধু'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ছবি: বার্তা২৪

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ছবি: বার্তা২৪

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, ‘এ দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে ঘাতকদের হাতে প্রাণ দিতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশ স্বাধীনের জন্য নিজের জীবন-মরণ নিয়ে কখনো চিন্তা করেনি তিনি।’

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হুইপ বলেন, ‘সেই ঘাতকরা বঙ্গবন্ধুসহ তাঁর সপরিবারকে হত্যা করার পর ইতিহাস বিকৃতি শুরু করছিল, কিন্তু তা বেশিদিন টেকেনি। প্রকৃত ইতিহাস বাংলাদেশে চলমান রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্
সারোয়ার কবির, মুক্তিযোদ্ধা ইকবাল মাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান, জেলা যুবলীগ নেতা শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।