নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে সরকার: ডেপুটি স্পিকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

চন্দিয়া মহিলা কলেজের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

চন্দিয়া মহিলা কলেজের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়া সব ধরনের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।’

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া মহিলা কলেজের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘বিভিন্ন শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার।’

চন্দিয়া মহিলা কলেজের সভাপতি মাফিজ উদ্দিন শেখের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুকুম আলী প্রমুখ।