কুমিল্লায় ৬ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে অব্যাহতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দায়িত্ব থেকে ৬ শিক্ষককে অব্যাহতি দিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোজাম্মেল হক, একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম ও ফেনী জেলার ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা গত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন। পরীক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা দায়িত্বে অবহেলা করেছেন।

এছাড়াও পরীক্ষা পরিচালনা বিধি না মেনেই কাজ করেছেন। এসব কারণে আসন্ন এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে তাদেরকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।