কুষ্টিয়ায় দুই ইটভাটা মালিককে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটা মালিককে জরিমানা করা হয়/ ছবি: বার্তা২৪.কম

ইটভাটা মালিককে জরিমানা করা হয়/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটার মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার লক্ষীপুর ও বিত্তিপাড়ায় এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল মিয়া ও পার্থপ্রতিম শীল।

বিজ্ঞাপন

এসময় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, জেলা কার্যালয়ের পরিদর্শক কমল কুমার বর্মনসহ ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল মিয়া বলেন, অভিযানে ‘বিবিএফ’ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা ও ‘এমকেবি’ ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়। এসময় ড্রাম চিমনি গুড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধকরে দেওয়া হয়।