কুমিল্লায় ইয়াবাসহ দুই যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশরাফ মাহমুদ আক্কাছ এবং একই উপজেলার সুজানগর এলাকার শাহ আলম মিয়ার ছেলে মো. রিয়াজ।

তালুকদার নাজমুছ সাকিব জানান, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে তারা এই ইয়াবা সংগ্রহ করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।