সদর দক্ষিণের দুই ইউপি নির্বাচনের তফসিল বাতিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর ওই দু'টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা ছিল। ওই ইউপি দু'টি হলো উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ।

হাইকোর্টে দায়েরকৃত এক রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২-এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর চিঠি পাঠানো হয়েছে।