সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে: ডেপুটি স্পিকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। ছবি: বার্তা২৪.কম

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ মুক্তিযোদ্ধারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুকুম আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে ফিতা কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করেন ফজলে রাব্বী মিয়া।