বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ছবি: বার্তা২৪.কম

বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ছবি: বার্তা২৪.কম

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপিং করেছে একটি সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া স্টেডিয়ামের সামনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখা। এক দিনের এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বিজ্ঞাপন

উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুহায়মিনুর রহমান পলল জানান, অনেক সময় জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ দরকার হয়। তাই এ মহান বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। যাতে করে মানুষের একটু হলেও উপকার হয়। এতে সাড়াও মিলেছে বেশ।

রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা রাকিবুল ইসলাম বলেন, স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছিলাম। এখানে বিনামূল্য রক্তের গ্রুপ করছে জেনে আমিও রক্তের গ্রুপ পরীক্ষা করে নিলাম।

বিজ্ঞাপন