বিজয় দিবসে কুষ্টিয়ায় পথনাটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

পথনাটক ‘দরজার ওপাশে’ মঞ্চস্থ

পথনাটক ‘দরজার ওপাশে’ মঞ্চস্থ

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় দেশাত্মবোধক গান এবং পথনাটক করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভা মার্কেট সংলগ্ন ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান এবং তাদের লেখা অভিনীত পথনাটক ‘দরজার ওপাশে’ মঞ্চস্থ করা হয়।

এছাড়াও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে নির্মিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে অনুষ্ঠানের উদ্বোধনকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: এসএম মুস্তানজীদ বলেন, ১৬ ডিসেম্বর মানেই বিজয়। আর এই দিনেই গোলামি জীবনের অবসানের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। একারণেই ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে আছে। এই উপলক্ষে আমাদের কলেজের শিক্ষার্থীদের এই দেশাত্মবোধক গান এবং পথনাটক আমাদের একটু হলেও অবচেতন মনে উদ্বেলিত করে তুলবে।

কিরণ মাহমুদ নামের এক দর্শক জানান, বিজয় দিবসে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে পথনাটকটি দেখে আমার খুব ভালো লেগেছে।