খিরা গাছের সবুজ ডগায় স্বপ্ন দেখছেন একাব্বর

  • তোফায়েল জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

একাব্বরের খিরার ক্ষেত, ছবি: বার্তা২৪.কম

একাব্বরের খিরার ক্ষেত, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের সোহরাফ মন্ডলের ছেলে একাব্বর আলী। বয়স ৫০। কৃষক পরিবারেই তার জন্ম। আর তাই বলা চলে কৃষি কাজই তার নেশা-পেশা। এবার চাষ করেছেন খিরা। এই খিরা গাছের সবুজ ডগায় স্বপ্ন দেখছেন কৃষক একাব্বার।

অন্যান্য ফসলের পাশাপাশি একাব্বর এবার দেড় বিঘা জমিতে বপন করেছেন খিরা। সম্প্রতি খিরার গাছগুলো গজিয়ে লতাপাতা বেড় হতে শুরু করেছে। আর কিছুদিন পরই আসবে ফুল। সেই ফুল থেকে পাবেন ফল। এবার খিরার ভালো ফলন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বিজ্ঞাপন

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কার্তিক মাসের শুরু থেকে জমি চাষ ও সার প্রয়োগের মাধ্যমে জমি তৈরি করা হয়। জমিতে বীজ বোনার ৮-১০ দিনের মধ্যে চারা গজায়। বীজ বপনের একমাসের পর থেকে খিরা উঠানো শুরু করা যায়। অল্প সেচ, সার-কীটনাশক প্রয়োগে খিরার ফলন ভালো হয়। এতে প্রতি বিঘাতে খরচ হয় প্রায় ১৮ হাজার টাকা। বাজারে ভালো দাম পাওয়া গেলে প্রায় ৪০-৪৫ হাজার টাকা খিরা বিক্রি করা সম্ভব।

কৃষক একাব্বর আলী বার্তা২৪.কমকে জানান, গত বছর ১৭ হাজার টাকা খরচ করে একবিঘা জমিতে খিরা চাষ করে ২০ হাজার টাকা লাভ করেছিলেন। এবার তিনি দুই বিঘা জমিতে খিরা চাষ করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমার খিরা চাষকে অনুকরণ করে অত্রালাকার অনেকেই এই আবাদ করেছেন।

গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, আশা করছি, গত বছরের তুলনায় এবারে চাষিরা খিরার বাম্পার ফলন পাবে।