‘পাশবিক হত্যাযজ্ঞ এক যন্ত্রণার ছাপ এঁকে দিয়েছে’
জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি বলেছেন, ‘একাত্তরের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদররা পুরো জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। এই পাশবিক হত্যাযজ্ঞ এক যন্ত্রণার ছাপ এঁকে দিয়েছে। সেই সব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
শনিবার (১৪ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সৈয়দা সালেহা নূরের সঞ্চালনায় বক্তব্য দেন- গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শাহজাহান খান ও আলী আকবর প্রমুখ।
এর আগে দিবসের প্রথম প্রহরে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন মাহাবুব আরা গিনি।