কুষ্টিয়ায় বাল্যবিয়ে আয়োজনে কনের বাবার কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাল্যবিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

বাল্যবিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়া সদর উপজেলায় বাল্য বিয়ে আয়োজনের অপরাধ কনের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে কনের বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরী এ সাজা দেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন জানান, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের হররা মেটন গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী স্মৃতি খাতুনের (১৪) বিয়ের আয়োজন করেন তার বাবা খয়বার আলী।

বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপুরে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় কনের বাবা আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।