গোবিন্দগঞ্জে হেরোইন ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৬৮ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের চাষকপাড়া বন্ধন পেট্রোল পাম্প ও মাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার আশুনিয়াতাইর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আলম সাকিদার (৪৭) ও ঢাকা সাভারের মির্জানগর কুরগাঁও এলাকার গোলাম মাহমুদের ছেলে মেহেদী শেখ হীরা (৩০)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএকেএম মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ আলমকে ও ২৬৮ বোতল ফেনসিডিলসহ হীরাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ৭ লাখ ৬৮ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।