অর্জিত স্বাধীনতা মহাসংকটে: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ সরকার গণ-মানুষের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে ফেলেছে। ফলে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এখন মহাসংকটে পড়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, দলীয় হাইব্রিড নেতাদের কারসাজিতে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে সরকার। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে জেলা শাখার আহবায়ক মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান তালুকদার খোকা, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, স্থানীয় নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এটিএম সালেক হিটলু, ফাইজুর রহমান লালু আবু বক্কর সিদ্দিক, আবু তাহের সায়াদ চৌধুরী প্রমুখ।