খালেদার জামিনের ব্যাপারে হস্তক্ষেপ করছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: বার্তা২৪.কম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, `বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না সরকার। এটা আদালতের এখতিয়ার। তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, কারাগারে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকে তার থেকে ভালো অবস্থানেই আছেন তিনি।’

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জামালপুরের পুলিশ অফিসার্স ক্লাবে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিভিন্ন রোগ রয়েছে। তা কখনই ভালো হবার নয়। তবে সেসব রোগ নিয়ন্ত্রণে রয়েছে। তাকে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে রয়েছে। কিন্তু এদেশের জনগণ তাদের সমর্থন করছে না।’

পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রমুখ।