আজ কুষ্টিয়া মুক্ত দিবস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আজ ১১ ডিসেম্বর, কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনেই পাক হানাদারবাহিনী থেকে মুক্ত হয়। চূড়ান্ত বিজয় অর্জনের পাঁচ দিন আগেই এখানকার মুক্তিকামী মানুষ বিজয়ের স্বাদ পান।

১৯৭১ সালের ৩০ মার্চ ভোরে মুক্তিবাহিনী কুষ্টিয়া জিলা স্কুলে পাক হানাদার ক্যাম্পে হামলা করে। এ যুদ্ধে নিহত হয় অসংখ্য পাক সেনা। শেষ পর্যন্ত ১ এপ্রিল রাতের আঁধারে পাকবাহিনী কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়। প্রথমবারের মতো মুক্ত হয় কুষ্টিয়া।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়। এর পর থেকে দফায় দফায় প্রচণ্ড বিমান হামলা করে পাকবাহিনী আবারও কুষ্টিয়া দখলে নিয়ে বাঙালী নিধন আর গণহত্যার উৎসবে মেতে উঠে।

মুক্তিযুদ্ধ চলাকালে ৯ মাসজুড়েই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল লড়াই চলে।

বিজ্ঞাপন

তবে ৬ ডিসেম্বর তিন দিক থেকে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে থাকে। সদর উপজেলার বংশীতলা, চৌড়হাস ও বিত্তিপাড়াসহ কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধকালে পাক হানাদাররা ৬০ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করে। আর দু’হাজার মা-বোনের সম্ভ্রমহানি করে। তুমুল যুদ্ধ করে ১১ ডিসেম্বর কুষ্টিয়া শহরসহ পুরো জেলা পুরোপুরিভাবে হানাদারমুক্ত হয়।

যুদ্ধ শেষে স্বজনের গলিত লাশ আর সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাদ ভুলে সেদিন বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিলেন।

মুক্ত দিবস উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।