শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও কাজ করছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাসা পরিদর্শন ও নিজস্ব অর্থায়নে শ্রেণিকক্ষ সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা প্রতিরোধ করতে হবে বলেও উল্লেখ করেন জাতীয় সংসদের হুইপ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফী ঝন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, সুপার আব্দুল লতিফ মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন