উন্নত চুলা ব্যবহারকারী গ্রাম গাইবান্ধার সাদেকপুর
গাইবান্ধার সদর উপজেলার সাহাপড়া ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামকে উন্নত চুলা ব্যবহারকারী গ্রাম হিসেবে ঘোষণা করছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোখছানা বেগম।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সাদেকপুর গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোরশেদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রাকটিক্যাল একশনের সৈবাল বড়ুয়া, সাংবাদিক আবু জাফর সাবু, সরকার শহিদুজ্জামান, আবেদুর রহমান স্বপন, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাহাপাড়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, মহিলা মেম্বার রহিমা বেগম, উন্নত চুলা ব্যবহারকারী সেলিনা আক্তার, রহিমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও প্রাকটিক্যাল একশনের আর্থিক সহায়তায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়, রামচন্দ্রপুর, সাহাপাড়া ইউনিয়নের ১২টি গ্রামে এই উন্নত চুলা ব্যবহার বৃদ্ধির লক্ষে ইটকলের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে কাজ করছে ছিন্নমূল মহিলা সমিতি। শতভাগ উন্নত চুলা ব্যবহারকারী গ্রাম হিসাবে ঘোষণার আওতায় আসলো সাহাপড়া ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রাম।