বিদ্যুৎ বিভাগের দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করেছে জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি, ছবি: বার্তা২৪.কম

মানববন্ধন করেছে জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান প্রধান মাসুদ, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আমিনুল ইসলাম গোলাপ, মাহবুবর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রস্তাবিত অতিরিক্ত বিদ্যুৎ বিল ও সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধি করা যাবে না এবং বন্ধ পাম্পের বিল বাতিলসহ বসতবাড়ির অতিরিক্ত বিল বাতিল করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।