পলাশবাড়ী মুক্ত দিবস আজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে ‘জয় বাংলা’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল পলাশবাড়ীর আকাশ বাতাস।

রোববার (৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

বিজ্ঞাপন

১৯৭১ সালে পলাশবাড়ী থানায় সম্মুখ যুদ্ধে গোলাম রব্বানী, আনজু মণ্ডল, আ. লতিফ, আবুল কাসেম, হাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক নুরুন্নবী মাস্টার এবং বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর বাহিনীর ২৬ জন এবং মুজাহিদ বাহিনীর কয়েকজন জওয়ান শহীদ হন।

পাকবাহিনীর নানা শিহরিত ও লোমহর্ষক হত্যাযজ্ঞ চালানোর এক পর্যায়ে ৮ ডিসেম্বর পলাশবাড়ী এলাকা পাক-হানাদার মুক্ত হয়।

বিজ্ঞাপন