দুই কেজি গাঁজাসহ আটক ৩
কুষ্টিয়ার দৌলতপুরে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামস্থ সেন্টারমোড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ভাগজোত সরদারপাড়া এলাকার নাজিম উদ্দিন ব্যাপারীর ছেলে রাজু হোসেন (২০), ভাগজোত লোকনাথপুর এলাকার নুর আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং ভাগজোত কলোনি এলাকার মৃত মেহের মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম মনির (৩৫)।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হবে।