ভৈরবে ট্রেনের টিকেট কালোবাজারি, এক ব্যক্তির জেল-জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ভৈরবে রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির দায়ে মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাকে সাত হাজার নয়শ’ ৮০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা তাকে এ দণ্ড দেন। তিনি ভৈরব পৌরসভার জগনাথপুর এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, রাত ৮টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় টিকেট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৩টি টিকেটসহ মো. শফিকুল ইসলামকে আটক করা হয়।