বিয়ে করতে এসে ভুয়া সেনা সদস্য আটক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের হাতে আটক হওয়া দুইজন, ছবি: বার্তা২৪.কম

পুলিশের হাতে আটক হওয়া দুইজন, ছবি: বার্তা২৪.কম

জামালপুরের ইসলামপুরে বিয়ে করতে এসে হারুনুর রশিদ (৩০) নামে এক ভুয়া সেনা সদস্য আটক হয়েছেন। এসময় বরযাত্রী দুলাল চন্দ্র বণিককেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারী হারুনুর রশিদ (৩০) শশারিয়া গ্রামের মাঈনুল কাদীরের মেয়ে কলেজছাত্রী মণিকা আক্তারকে (১৯) বিয়ে করতে তার বাড়িতে আসেন। বরযাত্রী হয়ে আসেন সাউনিয়া গ্রামের মৃত নিশিকান্ত বণিকের ছেলে দুলাল চন্দ্র বণিক।

বিয়ে বাড়িতে আসা আত্মীয়দের সাথে রশিদের কথাবার্তা সন্দেহ হলে তিনি সেনাবাহিনীতে চাকরি করেন কী-না তা জানতে চান মেয়ে পক্ষের লোকজন। এ সময় মোবাইলে থাকা একটি সেনাবাহিনীর সদস্য পদের আইডি কার্ড দেখান রশিদ। পরে আইডি কার্ডের নম্বর যাচাই করা হলে ওই কার্ডের নম্বর সাকিব নামে এক সেনা সদস্যদের বলে নিশ্চিত হন তারা।

এ সময় মেয়ে পক্ষের লোকজন ও স্থানীয়রা পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুর সহযোগিতায় তাদের দুইজনকে আটক করে পুলিশে সোর্পদ করে।

পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, বিষয়টি জানার পর মেয়ের বাড়িতে উপস্থিত হই। পরে বর ভুয়া সেনা সদস্য প্রমাণিত হওয়ায় তাকে পুলিশে দেওয়া হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।