খোকসা থানার ওসি প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

এবিএম মেহেদী মাসুদ, ছবি: সংগৃহীত

এবিএম মেহেদী মাসুদ, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) রাতে ওসি মেহেদী মাসুদকে প্রত্যাহার করে কুষ্টিয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধা-বিভক্ত নেতাদের কর্মী-সমর্থকরা গত এক সপ্তাহে বেশ কয়েকবার হামলা-পাল্টা-হামলায় জড়িয়ে পড়ে। এসব ঘটনাকে কেন্দ্র রোববার রাতে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্স বার্তায় খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।