হাত ও মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত নারীর মরদেহ। ছবি: বার্তা২৪.কম।

নিহত নারীর মরদেহ। ছবি: বার্তা২৪.কম।

কুষ্টিয়ার মিরপুরে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’