বাল্য বিয়ের আয়োজন, কনের বাবা-মা ও বরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জের বাহুবলে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে কনের বাবা, মা ও বরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কনের নাম সুমি আক্তার (১৫)। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোঁজারগাও গ্রামের রমিজ আলীর মেয়ে। আর বর একই এলাকার হাসান আলী কিশোরের ছেলে আফজল মিয়া (১৭)।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল বলেন, বিকেলে স্কুলছাত্রী সুমি আক্তারের সঙ্গে আফজল মিয়ার বিয়ের আয়োজন চলছিলো।

খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশনায় ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং কনের বাবা রজিম আলী, মা জোৎসনা আক্তার ও বরকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা ও মাকে সাতদিন করে এবং বর আফজল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।