হবিগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোহান মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে রুমন মিয়া (১৬) নামে আরেক স্কুলছাত্র।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাদতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহান উপজেলার উজিরপুর গ্রামের মজিদ মিয়া ছেলে। সে স্থানীয় সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। আর আহত রুমন মিয়া একই গ্রামের তুহিন মিয়ার ছেলে। সেও ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় লোকজন জানান, সোহান মিয়া ও রুমান মিয়া বাইসাইকেলে সাদতপুর বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে সাদতপুর মোড়ে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহান মিয়া ও রুমন মিয়া গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোহান মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।