গাইবান্ধায় ‘স্বপ্ন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
গাইবান্ধায় ‘উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৬১২ জন অসহায়, হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারীকে উপকারভোগী হিসেবে নির্বাচন করা হবে।
জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ -পরিচালক মোছা. রোখছানা বেগম, জি ইউকের নির্বাহী পরিচালক আব্দুস সালাম প্রমুখ।