ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার আনোয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্রেফতার আনোয়ার হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩৫) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন উপজেলার তবক কামাল গ্রামের আবু ওয়াহেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আবু নেওয়াজ ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনকে ৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন