সেলাই মেশিন পেলেন ২৪ দুস্থ নারী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার ২৪ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার ২৪ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার ২৪ জন দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। গাইবান্ধা নারী ঐক্য পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

নারী ঐক্য পরিষদের জেলা সভাপতি তাজিনা আখতার রাকার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ করেন গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন- নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহানাজ ফেরদৌসি লাকি, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদা বেগম, গাইবান্ধা নারী ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি নাজমা বেগম, মাজেদা আকতার কল্পনা, সাধারণ সম্পাদক নীলিমা জামান রুমকি প্রমুখ।

বিজ্ঞাপন