গাইবান্ধায় সিপিবির পদযাত্রা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সিপিবির পদযাত্রা

সিপিবির পদযাত্রা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট দ্রুত সংস্কারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বালাশিঘাট থেকে মদনেরপাড়া পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় পথসভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীসহ আরো অনেকে।

বক্তারা নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বন্যার সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানান। এ সময় সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। 

বিজ্ঞাপন