গাইবান্ধায় সংবর্ধিত হলেন ৩০ বীর মুক্তিযোদ্ধা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

৩০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

৩০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার ৩০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানটি আয়োজন করেন সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিট।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় সমন্বয়কারী সিরাজুল ইসলাম আবেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহমুদুল হক শাহজাদা।

সংগঠনের সভাপতি অঞ্জলী রানী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজু, সুহৃদ গাইবান্ধা কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. মকছুদার রহমান শাহান, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সুহৃদ গাইবান্ধা কমিটির উপদেষ্টা আফরোজা বেগম লুপু, ফুলছড়ি শাখা সুহৃদের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাঘাটা উপজেলা সুহৃদের আহবায়ক কবি জাহাঙ্গীর আলম আজাদ, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি কবি কঙ্কন সরকার, সাদুল্লাপুর উপজেলা কমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, সরকারি টেকনিক্যাল কলেজ কমিটির পক্ষে রাকিবুল হাসান, সমকালের গাইবান্ধা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী প্রমুখ।

বিজ্ঞাপন

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দানের মাধ্যমে তাদের বীরত্বের প্রতি সম্মান জানানো হয়।