কুষ্টিয়ায় ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২৬ কেজি ভারতীয় গাঁজা ও ৫৯ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়েছে, শনিবার সকাল পৌনে ১০টায় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার প্রাগপুর বিওপির সদস্যরা পাকুরিয়া (সাজীপাড়া) নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় তারা ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। কিন্তু আক্তারুল শাহ (৪৫), শাহীন হোসেন (২২), সাজেদা বেগম (৪০) পালিয়ে যায়। পলাতকরা দৌলতপুর উপজেলার পাকুরিয়া (সাজীপাড়া) গ্রামের বাসিন্দা।
অপরদিকে, আজ সকাল সাড়ে ৬টায় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির সদস্যরা মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া আজ ভোরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার আশ্রয়ণ বিওপির সদস্যরা মুন্সিগঞ্জ নদীরপাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।