সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযান, আরপিজি উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযানে ১৩ রাউন্ড আরপিজি উদ্ধার করা হয়, ছবি: সংগৃহীত

অভিযানে ১৩ রাউন্ড আরপিজি উদ্ধার করা হয়, ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে ১৩ রাউন্ড আরপিজি এবং বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে র‍্যাব সদরদফতর থেকে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র‍্যাব'র একটি আভিযানিক দল হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৩ রাউন্ড আরপিজি গোলা এবং বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক ধ্বংস করা হয়েছে।