বালিয়াকান্দিতে মিক্সচার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক, ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিক্সচার মেশিন উল্টে আফজাল মন্ডল (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মিক্সচার মেশিন উল্টে গেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আফজাল মন্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিন মন্ডলের ছেলে।

নিহত আফজাল মন্ডলের ছেলে কাউসার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো আমার বাবা ও অন্যান্য শ্রমিকেরা ছাদ ঢালাই কাজের উদ্দেশে শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় তালগাছের একটি গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নছিমনসহ মিক্সচার মেশিনটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌরভ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।