কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় আগুন, ৪ শ্রমিক দগ্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় আগুন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় আগুন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমডিএফ সেকশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সময় সেখানে রাত ১০টা থেকে সকাল ৬টার শিফটের কাজ চলছিল। অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ শ্রমিকদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তবে আশপাশের লোকজন জানান, বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, 'উডল্যান্ড কারখানায় রাতের শিফটের কাজ চলছিল। আমরা খবর পেয়ে রাত ৪টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে বেগ পেতে হয়।'

প্রতিষ্ঠানটির এডমিন তুহিন বলেন, 'রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্লাইউড এমডিএফ সেকশনে স্টিম বয়লার বিস্ফোরিত হয়। এ সময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চার জন দগ্ধ হয়। তাদের রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।'

সেখানকার কর্মরত কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, 'এর আগে সরকারি ছুটি দেওয়ার কারণে শুক্রবারেও আমাদের কাজ করতে হয়।'