গাইবান্ধায় বন্যাদুর্গত ৫০০ পরিবার পেলো ত্রাণ সামগ্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় বন্যাদুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় বন্যাদুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এবারের বন্যায় গাইবান্ধার কয়েক লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে ঘরে উঠলেও এখনো সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারেননি। এসব দরিদ্র পরিবারের ৫০০ জনকে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আইসিসিও কো-অপারেশনের সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) স্থানীয় দারিয়াপুর হাইস্কুল মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো পরিচালক ও অতিরিক্ত সচিব শাহাদত হোসাইন। অন্যান্যের মধ্যে আইসিসিও-বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেটেটিভ সাকেব নবী, গণ উন্নয়ন
কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস সালাম ও ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুর জামান রিংকু উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী হিসেবে জনপ্রতি ৫০০ গ্রাম চিনি, এক কেজি লবণ, পাঁচটি খাবার স্যালাইন, একটি গোসলের সাবান, ৩০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল , একটি কাপড় কাঁচার সাবান ও এক কেজি সুজিসহ নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

বিজ্ঞাপন