টাঙ্গাইলে চতুর্থ দিনেও চলছে পরিবহন ধর্মঘট
টাঙ্গাইলে চতুর্থ দিনেও চলছে পরিবহন ধর্মঘট । দূরপাল্লার কোন পরিবহন শহর থেকে ছেড়ে যায়নি। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে অল্পসংখ্যক ট্রাক-বাস চলাচল করতে দেখা গেছে। স্বাভাবিকের তুলনায় তা খুবই কম। পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকটি রুটের অল্পসংখ্যক পরিবহন চলাচল করতে দেখা গেছে।
জানা গেছে, নতুন সড়ক আইন সংশোধনের জন্য পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে দূরপাল্লার পরিবহন ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছেড়ে যায়নি। শ্রমিকরা বাস বন্ধ রেখে অঘোষিত ধর্মঘট পালন করছে।
গত (বুধবার) গভীররাতে সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হলেও এর কোন বাস্তবায়ন নেই টাঙ্গাইলে।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, আজও টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট চলছে। বিকেলের দিকে ঢাকায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত ঠিক হবে।