কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফেনসিডিলসহ আটকৃত মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃৃহীত

ফেনসিডিলসহ আটকৃত মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃৃহীত

কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে রিয়াসাত বাহার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রিয়াসাত বাহার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।' এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।