‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজ সহায়তা দেয়া হবে’

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাহাবুব আরা গিনি

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাহাবুব আরা গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি বলেছেন, গেল বন্যায় গাইবান্ধার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় সার ও বীজসহ সরকারিভাবে অন্যান্য সহায়তাও দেয়া হবে। আর কৃষকদের উৎপাদন খরচ কমাতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদনও বাড়াতে হবে।

বুধবার (২০ নভেম্বর) গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে সদর উপজেলার খানকাশরিফ খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। আর এ কারণেই কৃষকদের সুযোগ ও সুবিধাকে প্রাধান্য দেয়। তাদের উন্নয়নের কাজ করে।

তিনি বলেন, সরকার সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয় সে ব্যাপারে খাদ্য কর্মকর্তাদেরকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

চলতি আমন মৌসুমে সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪০০ মেট্রিকটন আমন ধান সংগ্রহ
করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক
মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।