কুষ্টিয়ায় নারী শ্রমিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফাঁসির আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ, ছবি:

ফাঁসির আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ, ছবি:

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ইটভাটার নারী শ্রমিক শাপলাকে (২২) হত্যার অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামী (৬২) নামের একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত রবিউল ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া গ্রামের মৃত রেজন আলীর ছেলে।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাড. আব্দুল হালিম এ বিষয়ে বলেন, ‘২০১৩ সালের ২১ এপ্রিল সন্ধ্যায় ভিকটিম শাপলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন দুপুর দেড়টায় পার্শ্ববর্তী লিচু বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। ওই ঘটনায় নিহতের মা ইটভাটা শ্রমিক শাহানা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আসামি রবি ঘরামীকে হত্যাকাণ্ডে জড়িত থাকা শনাক্তকরণসহ ২০১৩ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বিজ্ঞাপন