গাইবান্ধায় আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে ৩০টি দোকান ভস্মীভূত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আগুনে ৩০টি দোকান ভস্মীভূত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের একটি কাপড়ের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা মার্কেটের চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে ৩০ লাখ টাকার মালামাল ছিলো।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ মমিনুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনায় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াহেদুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।