গাইবান্ধায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তোজাম্মেল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত তোজাম্মেল মিয়া কামারদহ ইউনিয়নের বকুলতলা বালুপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই সময়ে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় বাজার করতে আসেন মোজাম্মেল মিয়া। বাজার শেষে সড়ক পার হতে গেলে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মতিয়ার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ঘটনাস্থল থেকে মোজাম্মেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন