আন্দোলনের মধ্য দিয়েই আ.লীগের জন্ম: হানিফ
আন্দোলনের হুমকি দিয়ে খালেদা জিয়ার মুক্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। তাই আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। খালেদা জিয়াকে পরাজিত করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘তারেক রহমান রাজনৈতিক দলের নয়, সন্ত্রাসী দলের যোগ্য নেতা। তারেক রহমান এ দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। সে যদি কোনো দলের নেতা হয়, তবে শঙ্কিত হতে হয়। তাই বিএনপিকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল বলাই উত্তম। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব দেখতে চায় না।’
দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশাহ প্রমুখ।
সম্মেলনে আফাজ উদ্দিন আহমেদকে পুনরায় সভাপতি, আ ক ম সরওয়ার জাহান বাদশাকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে সহ-সভাপতি এবং অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে সাধারণ সম্পাদক করে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো। এ উপজেলায় সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালে।